Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সম্মানিত ইউনিয়নবাসী সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় ভাতপ্রাপ্ত মহোদয়গণ কে জানানো যাচ্ছে যে, আগামী ২০/০৯/২৩ খ্রি তারিখ হতে ২০২৩-২৪ অর্থ বছরের ১ম কিস্তির পেরোল প্রেরণ শুরু হয়েছে। প্রতারকচক্র সমাজসেবা দপ্তর মুকসুদপুর গোপালগঞ্জ ও সমাজসেবা অধিদফতর ঢাকা এর
বিস্তারিত
সম্মানিত  ইউনিয়নবাসী  সামাজিক নিরাপত্তা বেষ্টনী  আওতায় ভাতপ্রাপ্ত  মহোদয়গণ কে জানানো যাচ্ছে যে, আগামী ২০/০৯/২৩ খ্রি তারিখ হতে ২০২৩-২৪ অর্থ বছরের ১ম কিস্তির পেরোল প্রেরণ শুরু হয়েছে। প্রতারকচক্র  সমাজসেবা দপ্তর মুকসুদপুর গোপালগঞ্জ ও সমাজসেবা অধিদফতর ঢাকা এর পরিচয় দিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী গণের নিকট হতে মোবাইল নগদ ব্যাকিং এর পিন/ওটিপি নিয়ে প্রতারণার মাধ্যমে ভাতার অর্থ হ্যাকিংয়ের চেষ্টা করছে। এমতাবস্থায়  ইউনিয়ন এর ভাতাভোগীরগণ কে এই বিষয়ে সতর্ক করণে  অনুরোধ করা হলো।কেউ যদি ইতোমধ্যে পিন/ওটিপি দিয়ে থাকে দ্রুত নিকটস্থ নগদ এজেন্ট বা নিজে পারলে পিন পরিবর্তন করার অনুরোধ করা হলো। কেউ সমাজসেবা দপ্তরের কথা বলে কোন তথ্য চাইলে তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। 
বিষয়টি অতীব জরুরি।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2023
আর্কাইভ তারিখ
01/01/2024